ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার দিনের টেস্ট দু’দিনেই জিতলো দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
চার দিনের টেস্ট দু’দিনেই জিতলো দ.আফ্রিকা ছবি:সংগৃহীত

বক্সিং ডেতে প্রথমবারের মতো চার দিনের টেস্ট খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে দিবা-রাত্রির গোলাপী বলের এ ম্যাচে প্রতিবেশিদের মাত্র দু’দিনেই হারিয়ে দিল প্রোটিয়ারা। এক ইনিংস ও ১২০ রানে জয় তুলে নেয় এবি ডি ভিলিয়ার্সরা।

প্রথম দিন ৯ উইকেট হারিয়ে ৩০৯ রানে ইনিংস ঘোষণা করেছিল দ.আফ্রিকা। জবাবে দ্বিতীয় দিন ৬৮ ও ১২১ রানে দু’বার অলআউট হয় জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে মরনে মরকেলের পর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামান কেশব মাহারাজ।

টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বল খেলা ম্যাচের মধ্যে এটি দ্বিতীয়। খেলা হয়েছে মাত্র ৯০৭ বল। সর্বনিম্ন রেকর্ডটি ২০০২ সালের। সেবার শারজায় পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ৮৯৩টি বল খেলা হয়েছিল।

এছাড়া জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৬৮ রানে অলআউট হওয়াটা তাদের ইতিহাসে পঞ্চম সবনিম্ন রেকর্ড। একনকি ২০১৭ সালেও এটি সর্বনিম্ন ইনিংসের রেকর্ড।

৩০ রানে চার উইকেট হারানো জিম্বাবুয়ে দ্বিতীয় দিন মরকেলের বোলিংয়ের সামনে বিধ্বস্ত হয়। ২০১২ সালের পর প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন ডানহাতি মরকেল। আর ক্যারিয়ারে সাতবার পেলেন পাঁচ উইকেট।

ফলোঅনে নেমে এবার স্পিনার মাহারাজের ঘূর্ণিতে পড়ে সফরকারীরা। পাঁচ উইকেট তুলে নেন এ স্পিনার। জিম্বাবুয়ের দুই ইনিংসে কেউই হাফসেঞ্চুরি তুলে নিতে পারেননি।

প্রোটিয়া ইনিংসে সেঞ্চুরি করা এইডেন মার্করাম ম্যাচ সেরা নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।