ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সহজ জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
সহজ জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪৭ রানের সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর এ জয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। প্রথমে ব্যাট করা কিউইরা নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে ১৯ ওভারে অলআউট হওয়ার আগে ১৪০ করতে পারে ক্যারিবীয়রা।

নেলসনে ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারী দলটি। নামের প্রতি সুবিচার না করতে পারা ক্রিস গেইল করেন ১২ রান।

সর্বোচ্চ ২৭ রান আসে আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে।  

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের বিশ্রামে এ ম্যাচে নেতৃত্ব পেয়ে দলকে দারুণভাবে পথ দেখান ফাস্ট বোলার টিম সাউদি। তিন উইকেট করে নেন এ ডানহাতি ও সেথ রান্স।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলিন মুনরো ও গ্লেন ফিলিপসের হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক শিবির। মুনরো ৩৭ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৫৩ করেন। আর ফিলিপস ৫২ ৪০ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫৫ করেন।

আগামী সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।