ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ানডে একাদশে ‘ফিজ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ানডে একাদশে ‘ফিজ’ মোস্তাফিজুর রহমান

২০১৮ সাল তথা বিদায়ী বছরের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। দলের অধিনায়ক বিরাট কোহলি।

বিদায়ী বছরে ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে ২১.৭২ গড়ে ২৯ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। তবে মূলত গত এশিয়া কাপে মোস্তাফিজের পারফরম্যান্সকে অধিক বিবেচনায় নিয়েছে সিএ।

ওই আসরে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ উইকেট আর ভারতের বিপক্ষে ফাইনালে পেয়েছিলেন ২ উইকেট।

সিএ’র নির্বাচিত একাদশের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ছাড়াও স্থান পেয়েছেন ভারতীয় তারকা রোহিত শর্মা, কুলদিপ যাদব ও জসপ্রিত বুমরাহ। উইকেটরক্ষক হিসেবে থাকছেন ইংলিশ তারকা জস বাটলার। তিনি ছাড়াও ইংলিশ তারকা জনি বেয়ারস্টো ও জো রুট। তবে অবাক করা বিষয় হলো একাদশে স্থান পাননি খোদ অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার।

২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশ:
রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কুলদিপ যাদব, মোস্তাফিজুর রহমান ও জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।