ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাশ-অ্যাশের খুনসুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ম্যাশ-অ্যাশের খুনসুটি দুই পুরনো বন্ধুর খুনসুটি-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মাঠে নেমেছেন মোহাম্মদ আশরাফুল। প্রত্যাবর্তনে তেমন আহামরি কিছু না করতে পারলেও মাঠে তার পুরনো বন্ধু ও রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মজার খুনসুটি সবার নজর কেড়েছে।

নিষেধাজ্ঞা শেষ হয়েছে আরো আগেই। খেলে ফেলেছেন ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।

নিষেধাজ্ঞা শেষে প্রথমবার নামলেন বিপিএলে। কিন্তু চিটাগং ভাইকিংসের জার্সিতে ৩ রানের বেশি এলো না তার ব্যাট থেকে। রংপুর রাইডার্সের পেসার শফিউল ইসলামের বলে ফ্লিক করতে গিয়ে থার্ডম্যানে থাকা অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ৩ রান করতে মাত্র ৫ বল মোকাবেলা করেছেন আশরাফুল। এই ৫ বলের একটি ছিল বন্ধু মাশরাফির ওভারে। নিচু হয়ে আসা বলে হালকা ব্যাট ছুঁয়ে থার্ডম্যান অঞ্চলে বল পাঠিয়ে সিঙ্গেল নেন আশরাফুল। রান নেওয়া শেষ হতেই বন্ধু মাশরাফি তার সঙ্গে হালকা দুষ্টুমিতে মেতে উঠেন। মাশরাফির ওই দুষ্টুমি উপভোগ করেন ‘অ্যাশ’।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজবাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এমএইচএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।