ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো প্রোটিয়ারা পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা-ছবি: সংগৃহীত

কেপটাউন টেস্টে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। ম্যাচের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে গুটিয়ে গিয়ে প্রোটিয়াদের সামনে মাত্র ৪১ রানের টার্গেট দেয় পাকিস্তান। এত ছোট টার্গেট ১ উইকেট হারিয়েই পেরিয়ে যান ফাফ ডু প্লেসিসরা।

রোববার (৬জানুয়ারি) কেপটাউনে তৃতীয়দের খেলায় ৪১ রানের টার্গেটে নিয়মিত ওপেনার আইডেন মাক্রামের বদলে ওপেনিং করতে নেমে দিনের চতুর্থ ওভারেই মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফেরেন থিউনিস ডি ব্রুইন (৪)। দুই ওভার পর পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের বলে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা (২*)।

এছাড়া আর কোনো সমস্যা ছাড়াই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডিন এলগার (২৪*) ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডু প্লেসিস (৩*)।  

ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে শান মাসোদ, আসাদ শফিক ও বাবর আজমের ফিফটির উপর ভর করে ২৯৪ রান সংগ্রহ করে পাকিস্তান। বল হাতে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার ডেল স্টেইন তুলে নেন ৮৫ রানে ৪ উইকেট। ৬১ রান খরচে ৪ উইকেট পেয়েছেন আরেক পেসার কাগিসো রাবাদাও।

ম্যাচে একক আধিপত্য দেখিয়েই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে সেঞ্চুরিয়নেও ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছিল ডু প্লেসিসবাহিনী।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে আগামী ১১ জানুয়ারি মুখোমুখি হবে এই দুই দল।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৭৭ (সরফরাজ ৫৬, অলিভিয়ের ৪৮/৪, ডেল স্টেইন ৪৮/৩)  ও ২৯৪ (আসাদ শফিক ৮৮, বাবর আজম ৭২, শান মাসোদ ৬১, স্টেইন ৮৫/৪, রাবাদা ৬১/৪)
দক্ষিণ আফ্রিকা: ৪৩১ (ডু প্লেসিস ১০৩, মাক্রাম ৭৮, ডি কক ৫৯, আমির ৮৮/৪, আফ্রিদি ১২৩/৪) ও ৪১/১
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ফাফ ডু প্লেসিস।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।