ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চিটাগংকে হারিয়ে জয়ে ফিরলো ওয়ার্নারের সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
চিটাগংকে হারিয়ে জয়ে ফিরলো ওয়ার্নারের সিলেট জয়ে ফিরলো ওয়ার্নারের সিলেট-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবারের (৯ জানুয়ারি) প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের শুরুটা হয় ভয়াবহ। দলের মাত্র ৬ রানেই নেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।

কিন্তু সেখান থেকে শক্ত হাতে ব্যাট ধরেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাকে সঙ্গ দেন তরুন আফিফ হোসেন ধ্রুব ও নিকোলাস পুরান। তাদের যৌথ চেষ্টায় দলীয় রান দাঁড়ায় ১৬৮।

ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে বড় শুরুর আভাস দিচ্ছিলেন আফগান মোহাম্মদ শাহজাদ। তবে চতুর্থ বলেই সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক ক্যাচে ফেরেন তিনি। তাসকিন আহমেদের বলে মাত্র ৬ রান করেই ফেরেন এই আফগান। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজওপেনার ডেলপোর্টের সঙ্গে ভালোই সঙ্গ দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আগের ম্যাচে মাত্র ৩ রান করে আউট হয়ে ফিরলেও এদিন বেশ ভালোই ব্যাট চালান তিনি। কিন্তু দলীয় ৬৩ রানে আশরাফুলকে রেখে বিদায় হন ডেলপোর্ট। ২২ বলে ২৮ রান করে লামিচানের হাতে রান আউট হয়ে ফেরেন তিনি।

কিছু সময় দলকে এগিয়ে নিলেও ২২ রান করে ফেরেন আশরাফুল। ২৩ বলে ৩ চারের সাহায্যে এই রান তুলে তাসকিন আহমেদের বলে সাব্বির আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার মাত্র এক ওভার পরই ফেরেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিমও। ৬ বলে ৫ রান করে অলোক কাপালির বলে ফেরেন তিনি।

৭ রানে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত। সিকান্দার রাজা ম্যাচের ফলাফল নির্ধারণে ভালোই ব্যাট চালাচ্ছিলেন কিন্তু তাসকিন আহমেদ তার শেষ স্পেলে দুর্দান্ত বোলিং করে রাজার সঙ্গে ফেরালেন নাঈম হাসানকেও। দুই চার ও দুই ছক্কায় ২৮ বলে ৩৭ করে ফেরেন রাজা। তার ফেরার এক বল পরই শূন্য রানে ফেরেন নাঈমও।

শেষ বল পর্যন্ত চেষ্টা করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি রবি ফ্রাইলিনক। ২৪ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

সিলেটের হয়ে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়া ২ উইকেট নেন অলক কাপালি। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটসে জিতে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের। দলীয় মাত্র ৬ রানেই ৩ উইকেট হারায় তারা। বাংলাদেশের তিন তারকা ব্যাটসম্যান লিটন দাশ, নাসির হোসেন ও সাব্বির রহমান যথাক্রমে ০, ৩ ও ০ রানে আউট হন। তাদের তিনজনের দু’জনকেই (লিটন, সাব্বির)বিদায় করেন দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিনক।

তবে এরপর দলের হাল ধরেন ওয়ার্নার ও আফিফ। আফিফ দ্রুত ব্যাট চালিয়ে ২৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ করেন মাঠ ছাড়েন। কিন্তু বিপিএল ক্যারিয়ারে প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ৪৭ বলে ২টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫৯ করে তিনি ফ্রাইলিনকের বলে আউট হন।

শেষ দিকে নিকোলাস পুরানের ব্যাটে ভালো সংগ্রহ দাঁড় করে সিলেট। ৩২ বলে সমান ৩টি চার ও ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবিয়ান। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজপ্রোটিয়া পেসার ফ্রাইলিনক ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেট পান নাঈম হাসান ও খালেদ আহমেদ।

দু’দল এর আগেই এই আসরে একটি করে ম্যাচ খেলেছে। যেখানে উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পায় চিটাগং। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় সিলেট।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।