ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন আমির পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন আমির-ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ফেরানো হয়েছে ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে। একইসঙ্গে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও। এই দলের আবার নেওয়া হয়েছে এখন পর্যন্ত ওয়ানডে না খেলা পেস অলরাউন্ডার হোসেন তালাত ও ব্যাটসম্যান শান মাসুদকে।

সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে স্কোয়াডে থাকা আসিফ আলী ও জুনায়েদ খানকে নতুন ঘোষিত দল বাদ দেওয়া হয়েছে।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আমির জাতীয় দলের হয়ে ১০টি ওয়ানডে খেলেছেন।

তবে ১শ’র ওপর গড়ে মাত্র তিনটি উইকেট নিতে পেরেছেন তিনি। কিন্তু এই প্রোটিয়া সফরেই দুই টেস্টে দুর্দান্ত বল করেছেন। যেখানে ২৩.৮৭ গড়ে আটটি উইকেট পেয়েছেন।

১১ জানুয়ারি সিরিজের তৃতীয় টেস্টের পর আগামী ১৯ জানুয়ারি পোর্ট এলিজাবেথে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

পাকিস্তান ওডিআই স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হোসেন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, ওসমান খান।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।