ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে খুলনা ছবি: বাংলানিউজ

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। যেখানে আসরটির ১৫তম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে।

নিজেদের শেষ ম্যাচে শক্তিশালীয় রংপুর রাইডার্সকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে মেহেদি হাসান মিরাজ ও তার দল রাজশাজী।

আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সমান দুটিতে জয় ও দুটিতে হার দেখেছে তারা। তবে ৪ ম্যাচের সবকটিতে হেরে তলানিতে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।

রাজশাহী কিংস একাদশ: মুমিনুল হক, মেহেদি হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ক্রিস্টিয়ান জোন্কার, জাকির হাসান (উইকেটরক্ষক), লরি ইভানস, রায়ান টেন ডেয়েসকাটে, ইসুরু উদানা, আরাফাত সানি, কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

খুলনা টাইটান্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড মালান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড উইসি, আরিফুল হক, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।