ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কেন সেজদায় নত হলেন সাকিব?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
কেন সেজদায় নত হলেন সাকিব? সিলেট সিক্সার্সের বিপক্ষে ফিফটির পর সেজদায় লুটিয়ে পড়েন সাকিব-ছবি: সংগৃহীত

এমনিতে বেশ নির্লিপ্ত স্বভাবের মানুষ সাকিব আল হাসান। ৫ উইকেট নেওয়া কিংবা সেঞ্চুরি হাঁকানোর পরও তাকে তেমন উদযাপন করতে দেখা যায়না। কিন্তু ব্যতিক্রম সিলেট সিক্সার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি। এই ম্যাচে ফিফটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়েন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক। বিষয়টি নজর কেড়েছে সবার।

শুক্রবার (১৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ৪৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেন দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু সেই ঝড় ম্লান করে দেন সাকিব।

ব্যাট হাতে তিনিও স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে ফিফটি তুলে নিয়েছেন। এরপর মাঠেই সেজদায় লুটিয়ে পড়েন সাকিব।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির না হওয়ায় তাৎক্ষনিকভাবে সাকিবের মন্তব্য পাওয়া যায়নি। তবে পরে টিম ম্যানেজমেন্ট সূত্র বিষয়টি পরিস্কার করেছে। আসলে বিপিএলের মতো আসরে দীর্ঘদিন ব্যাট হাতে ফিফটির দেখা পাচ্ছিলেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার। পরে ৪১ বলে অপরাজিত ৬১ রান করে দলের জয়ে রেখেছেন সবচেয়ে বড় ভুমিকাও।

গত ৬ বছরে টি-টোয়েন্টিতে ১১টি ফিফটি হাঁকিয়েছেন সাকিব, যার কোনোটিই বিপিএলে নয়। সর্বশেষ ২০১৩ সালের আসরে ফিফটির দেখা পেয়েছিলেন সাকিব। সবমিলিয়ে ৬ বছর পর! বিপিএলে ফিফটির স্মৃতি প্রায় ভুলতেই বসেছিলেন। এত দীর্ঘ সময় বিরতির পর ফিফটির দেখা পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। আর তাই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করতে সেজদায় লুটিয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।