ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনি-গিলক্রিস্টে অনুপ্রাণিত উইকেটরক্ষক সোহান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
ধোনি-গিলক্রিস্টে অনুপ্রাণিত উইকেটরক্ষক সোহান কাজী নুরুল হাসান সোহান। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

জাতীয় দলে তেমন নিয়মিত না হলেও চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে দারুণ সময় পার করছেন কাজী নুরুল হাসান সোহান। বিশেষ করে উইকেটের পেছনে তার পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট সমর্থকদের। দারুণ এই পারফরম্যান্সের পেছনের কারণ জানালেন নিজেই।

কিভাবে নিজের পারফরম্যান্স আরও উন্নতি করা যায় তা নিয়ে সবসময়ই কাজ করে যান সোহান। সোমবার (২১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব।

রোববার (২০ জানুয়ারি) মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ঢাকার ক্রিকেটাররা। অনুশীলন শেষে নিজের উইকেটরক্ষকের উন্নতির কথা জানান সোহান।

বলেন, ‘আমার কাছে মনে হয় ধারাবাহিকতা রক্ষা করে পারফর্ম করতে পারা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টা করি। আজ করলাম কাল আবার মিস হয়ে যেতে পারে। মিস হবেই, এটাই স্বাভাবিক।  চিন্তা থাকে ওভার কনফিডেন্ট না হওয়া, এটা আমার জন্য খারাপ জিনিস। আমি নিজেকে নিজের জায়গায় রাখি। আজ যা করতে পেরেছি কালও যেন সেটা করতে পারি। ’ 

‘ধোনির সাথে কয়েকবার কথা হয়েছে। আমি তার ভিডিও গুলো দেখি। আগে গিলক্রিস্ট যখন খেলত তাকে ফলো করতাম। আমি ইউটিউব দেখি কোনটা আমার সাথে সুট করবে। সেটাই সবচেয়ে বড় কথা। আমার জন্য অনুশীলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খারাপ সময় আসলেও অনুশীলন করে ফেরা যায়। ’

নিজের উইকেটরক্ষন নিয়ে সোহান বলেন, ‘আমি সবসময় কিপিং উপভোগ করার চেষ্টা করি। হয়তো কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। সবসময় নিজের সামর্থ্যের শতভাগ দেয়ার চেষ্টা করি। ’

দলের প্রয়োজনে যে কোনো অবস্থানে খেলতে সমস্যা নেই জানিয়ে সোহান বলেন, ‘টিমের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট। আমি দেখেছি যে টিমের চিন্তা না করে নিজের চিন্তা করলে আমার জন্য ভালো হয়না। আমি ওই চিন্তা করিনি। আমার ভেতরের টিমের দরকারটাই সবার আগে আসে। দলের জন্য ১০ নম্বরে ব্যাট করলেও আমার কোনো অসুবিধা নেই। ’ 

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।