ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীর বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
রাজশাহীর বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ছবি: বাংলানিউজ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস ম্যাচের মধ্যদিয়ে ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্ব শুরু হচ্ছে।যেখানে টসে জিতে ইতোমধ্যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। এই আসরে দু’দলের প্রথম দেখায় জয় পেয়েছিল কুমিল্লা।

সোমবার (২১ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

লিগ টেবিলে ভালো অবস্থানে রয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বে কুমিল্লা।

৬ ম্যাচের মধ্যে ৪টি জয় ও ২টি হারে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে তারা। তবে ৬ ম্যাচে ৩জয় ও সমান হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রাজশাহী।

রাজশাহী কিংস একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, মার্শাল আইয়ুব, রায়ান টেন ডয়েসকাটে, জাকির হাসান (উইকেটরক্ষক), ক্রিশ্চিয়ান জোনকার, আরাফাত সানী, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, কোয়াইস আহমদ, লরি ইভানস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এনামুল হক (উইকেটরক্ষক), ইমরুল কায়েস (অধিনায়ক), শামসুর রহমান, লিয়াম ডসন, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মাহেদি হাসান, জিয়াউর রহমান, মোহাম্মদ সাইফুদ্দীন, ওহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।