ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘দ্বাদশ খেলোয়াড়’ অধিনায়ক মাশরাফি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
‘দ্বাদশ খেলোয়াড়’ অধিনায়ক মাশরাফি! দ্বিতীয় পানি পানের বিরতিতে মাঠের বাইরে থেকে আসা পানি নিয়ে মাশরাফি নিজেই চলে যান মাঠে-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

মাঠ ও মাঠের বাইরে মাশরাফি বিন মর্তুজা সমানভাবে বন্ধুসুলভ। মাঠের অধিনায়কের পাশাপাশি একজন দারুণ পরামর্শদাতা। এমনসব রূপের বাইরে মঙ্গলবার (২২ জানুয়ারি) রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচে দেখা গেলো নতুন এক মাশরাফিকেই।

ম্যাচে একাদশ সদস্যের পাশাপাশি দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকাতেও ছিলেন মাশরাফি। দ্বিতীয় পানি পানের বিরতিতে মাঠের বাইরে থেকে আসা পানি নিয়ে নিজেই চলে যান মাঠে।

আবার সবার পানি পানের শেষে নিজেই তা ফিরিয়ে দিয়ে আসেন।

ম্যাচে বোলার হিসেবেও ছিলেন দারুণ। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দেন। বিনিময়ে নেন একটি উইকেট। ১২টি ডট বল দিয়ে এদিন রংপুরের সব বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনোমি রেটে বল করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, জানুয়ারি ২২, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।