ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং ছবি: বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। যেখানে টসে জিতে ইতোমধ্যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। এবারের আসরে দু’দলের এটিই প্রথম সাক্ষাৎ।

বুধবার (২৩ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

বিপিএলের লিগ টেবিলে ভালো অবস্থানে রয়েছে মুশফিকুর রহিমের চিটাগং।

৬ ম্যাচ খেলে ৫ জয়ের বিপরীতে মাত্র একটি হার। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা। তবে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে রাজশাহী।

রাজশাহী কিংস একাদশ: শাহরিয়ার নাফীস, সৌম্য সরকার, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), মার্শাল আইয়ুব, ক্রিস্টিয়ান জোনকার, জাকির হাসান (উইকেটরক্ষক), রায়ান টেন ডয়েসকাটে, কোয়াইস আহমেদ, আরাফাত সানী, কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিঙ্ক, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, আবু জায়েদ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।