ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

খুলনার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
খুলনার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিলেট টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে সিলেট সিক্সার্স-ছবি: বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩১তম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে সিলেট সিক্সার্স।

শনিবার (২৬ জানুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের একদম নিচের দুই দল সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স।

পয়েন্ট টেবিলের নিচে অবস্থান হওয়ায় কোয়ালিফায়ারে পৌঁছানোর সুযোগ নেই মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের।

তবে বিদায় নেওয়ার আগে জয়ের মুখ দেখার সুযোগ থাকছে তাদের সামনে।  

অন্যদিকে সিলেটের সামনে এখনো কোয়ালিফায়ারের স্বপ্ন টিকে রয়েছে। তবে আসন্ন সব ম্যাচেই তাদের জয় পেতে হবে, তাও বড় ব্যবধানে।

সিলেট সিক্সার্সের একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, জেসন রয়, আফিফ হোসেন, নিকোলাস পুরান, নাবিল সামাদ, অলক কাপালি (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোহাম্মদ নওয়াজ, সোহেল তানভীর, ইবাদাত হোসেন।

খুলনা টাইটান্সের একাদশ
আল-আমিন, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ডেভিড ওয়েইসি, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান ও শুভাশিস রায়।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।