ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড পেসারের ৬৮ বছরে অবসর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
নিউজিল্যান্ড পেসারের ৬৮ বছরে অবসর! নিউজিল্যান্ড পেসারের ৬৮ বছরে অবসর-ছবি: সংগৃহীত

নিজ পারফরম্যান্স দেখিয়ে কত ক্রিকেটারই তো দীর্ঘ সময় পর্যন্ত খেলে যান। তাই বলে ৬৮ বছর! হ্যাঁ ইউয়েন জন হ্যাটফিল্ডের বেলায় তাই ঘটেছে। এই বয়সেই ক্রিকেটকে বিদায় বলেছেন নিউজিল্যান্ড পেসার। তবে জাতীয় দলে ১৯৮৯ সালের পর আর খেলা হয়নি। কিন্তু খেলে গেছেন ঘরের ক্লাবের হয়ে।

১৯৭৫ থেকে ১৯৮৯ পর্যন্ত কিউই জার্সিতে খেলেছেন ৪৩টি টেস্ট ও ১১৪টি ওয়ানডে। তবে এরপর থেকে অবসরের আগ পর্যন্ত ওয়েলিংটনে নিজের প্রিয় ক্লাব নায়েনায়ে ওল্ড বয়েজের হয়ে মাঠ মাতিয়েছেন।

ফলে তার ডাকনামও হয়ে যায় ‘নায়েনায়ে এক্সপ্রেস’।

৬৮ বছরে চ্যাটফিল্ডের অবসর আবার তাকে আরেকটি বিন্দুতে এক করেছে। ১৯৬৮ সালের এই নায়েনায়ে পার্কেই ক্যারিয়ারের অভিষেক হয়েছিল তার।

আন্তর্জাতিক ক্যারিয়ার কিউই কিংবদন্তি রিচার্ড হ্যাডলির ছাঁয়া হয়ে থাকা চ্যাটফিল্ড শেষ ম্যাচে জয় পেলেও বোলিং ও ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। ব্যাটিংয়ে তো একেবারে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। তবে অবসর নিয়ে এই প্রসঙ্গে মজা করে সাংবাদিকদের বলেছেন, তার গোল্ডেন ডাকের বিষয়টি যেন শিরোনামে না আসে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।