ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ঢাকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে চিটাগং ব্যাটিংয়ে চিটাগং। ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। যেখানে ইতোমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। দু’দলের আগের দেখায় জয় পেয়েছিল চিটাগং।

বুধবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হয় দু’দল।

১০ ম্যাচে ৬টি জয় ও ৪টি চারে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে চিটাগং।

আর ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে চারে সাকিব আল হাসানের ঢাকা।

ঢাকা ডায়নামাইটস একাদশ: সুনীল নারাইন, রনি তালুকদার, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, নুরুল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, অ্যান্ড্র বার্চ, রুবেল হোসেন।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নাজমুল হোসেন মিলন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।