ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি সারবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
ভারত-পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি সারবে টাইগাররা বাংলাদেশ ক্রিকেট দল-ছবি: বাংলানিউজ

২০১৯ বিশ্বকাপের আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। কার্ডিফে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এরপর ২৮মে একই মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবেন মাশরাফিরা।

আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামবে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা।  

৩০ মে থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের মূল আসর। সেখানে ২ জুন নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ। তার আগে অবশ্য আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবেন মাশরাফি-সাকিবরা।

২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি:

২৪ মে, পাকিস্তান-আফগানিস্তান
২৪ মে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা
২৫ মে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
২৫ মে, ভারত-নিউ জিল্যান্ড
২৬ মে, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ
২৬ মে, পাকিস্তান-বাংলাদেশ
২৭ মে, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
২৭ মে, ইংল্যান্ড-আফগানিস্তান
২৮ মে, ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড
২৮ মে, বাংলাদেশ-ভারত

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।