ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চিটাগংকে হারিয়ে বিপিএল মিশন শেষ করলো সিলেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
চিটাগংকে হারিয়ে বিপিএল মিশন শেষ করলো সিলেট জয়ের পর সিলেট সিক্সার্স এর খেলোয়াড়রা। ছবি-শোয়েব মিথুন 

ঢাকা: সিলেটের বিপিএল মিশন শেষ হয়ে গেছে আগেই। অন্যদিকে, পয়েন্ট টেবিলের তিন নম্বরে চিটাগং ভাইকিংস। শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই চিটাগংয়ের সামনে।

চিটাগং ভাইকিংসকে ২৯ রানে হারিয়ে জয় দিয়ে বিপিএলের ষষ্ঠ আসর শেষ করলো সিলেট সিক্সার্স।  

১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চিটাগংয়ের শুরুটা মোটেও ভালো ছিল না।

অফ ফর্মে থাকা আশরাফুল দলে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। প্রথম ওভারেই তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পরের ওভারে আরেক ওপেনার ডেলপোর্টকে ফেরান এবাদত হোসাইন। ৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগং। রান তোলার গতি কমে যায়।  

তৃতীয় উইকেট জুটিতে রান আসে মুশফিক-ইয়াসির আলীর ব্যাট থেকে। দলীয় ৪৩ রানে অলক কাপালির বলে জেসন রয়ের অবিশ্বাস্য এক ক্যাচে প্যাভিলিয়নে ফেরত যান ইয়াসির আলী। ব্যক্তিগত ২৫ রানে এবাদতের দ্বিতীয় শিকারে পরিণত হন মোসাদ্দেক। সিকান্দার রাজা দলীয় ৯৪ রানে বিদায় নিলে পঞ্চম উইকেট হারায় চিটাগং। ব্যক্তিগত ৪৮ রানে মুশফিক রান আউট হলে জয়ের আশা শেষ হয়ে যায় চিটাগংয়ের। শেষ পর্যন্ত ১৩৬ রানে অলআউট হয় চিটাগং।

সিলেটের এবাদত ১৭ রানে ৪ উইকেট নেন।

এর আগে ওপেনার আন্দ্রে ফ্লেচারের দায়িত্বশীল ইনিংস আর সাব্বির ও মোহাম্মদ নওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগংয়ের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স।

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৪০তম ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।  

ব্যাটিং করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি সিলেটের। মাত্র ১৪ রানেই ওপেনার আফিফের (১) উইকেট হারায় দলটি। সিলেট ইনিংসের দ্বিতীয় ওভারেই আফিফকে ইয়াসির আলীর ক্যাচ বানিয়ে ফেরান চিটাগংয়ের পেসার হার্দাস ভিলজোয়েন। এরপর জেসন রয়কেও ইয়াসিরের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন এই প্রোটিয়া তারকা।  

মাত্র ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলা সিলেটের ইনিংস মেরামত শুরু করেন ক্যারিবীয় তারকা আন্দ্রে ফ্লেচার ও সাব্বির রহমান। এই দুজনে ৬৫ যোগ করেন। নাঈম হাসানের বলে বিদায় নেওয়ার আগে সাব্বিরের ব্যাট থেকে আসে ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রান।

সাব্বিরের বিদায়ে ক্রিজে আসা মোহাম্মদ নওয়াজ এসেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। মাত্র ১৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে ভিলজোয়েনের তৃতীয় শিকার হয়ে ফেরেন নওয়াজ। মাঝে দায়িত্বশীল ব্যাটিং করে ফিফটি তুলে নেন ফ্লেচার। ১৯তম ওভারে বল করতে এসে নওয়াজকে তুলে নেওয়ার পরের বলেই ৫৩ বলে ৬৬ রান করা ফ্লেচারকে বিদায় করেন ভিলজোয়েন।

বল হাতে এদিন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভিলজোয়েন। ৪ ওভার বল করে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। ১ উইকেট গেছে নাঈমের ঝুলিতে।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
আরএআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।