ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
প্রথমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লিটন লিটন কুমার দাস। ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। শনিবার (২ ফেব্রুয়ারি) বোর্ডের কার্য নির্বাহী সভা শেষে এই তালিকা প্রকাশ করে বিসিবি’র পরিচলক জালাল ইউনুস। যেখানে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় এলেন এই ওপেনার ব্যাটসম্যান।

এর আগে গেল বছর রুকি (উদীয়মান) কোঠায় ছিলেন লিটন দাস। আর ২০১৮ সালের চুক্তি থেকে বাদ পড়া ইমরুল কায়েস ফিরেছেন চুক্তিতে।

পদোন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে চুক্তি থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। কেন্দ্রীয় চুক্তির ১২ জন ও রুকি কোঠার ৫ জন ক্রিকেটার সহ মোট ১৭ জন ক্রিকেটার বিসিবি’র চুক্তিতে এসেছেন।

নিচে বিসিবির চারটি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম দেওয়া হলো:

‘এ প্লাস’ ক্যাটাগরি: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ।

‘এ’ ক্যাটাগরি: ইমরুল কায়েস, মোস্তাফিজুর রমান ও রুবেল হোসেন।

‘বি’ ক্যাটাগরিঃ মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

রুকি কোঠাঃ আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।