ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

যুবাদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেলো ইংল্যান্ড  

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
যুবাদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেলো ইংল্যান্ড   অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি: শোয়েব মিথুন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ৫ উইকেটে জিতে সিরিজ আগেই নিজেদের করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (০২ ফেব্রুয়ারি) তৃতীয় ম্যাচটিও ৬৩ রানে জিতে ইংল্যান্ড যুবাদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো ছোট টাইগাররা। 

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে বাংলাদেশের যুবারা করে ২৬৬ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৩৪ রানেই পড়ে যায় প্রথম উইকেট। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান।

দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান আসে শামিম হোসেনের ব্যাট থেকে। মাহমুদুল হাসান (৫৭) ও শাহাদাত হোসেনের (৫১) ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। এছাড়া মোহাম্মদ পারভেজ হোসেন ১৩, আকবর আলী ১০, রিশাদ হোসেন ২২ রান করেন।

ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন জর্জ হিল। দুটি করে উইকেট নেন অ্যাডাম ফিঞ্চ ও জ্যাক মর্লে। আর একটি নেন জর্জ বল্ডারসেন।

২৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার জরদান কক্স ফেরেন শূন্য রানেই। তবে অপর ওপেনার বেন চার্লসওর্থ একাই আগলে রাখেন এক প্রান্ত। ধৈর্য্যের দারুণ পরীক্ষা দিয়ে তুলে নেন সেঞ্চুরিও। তার ব্যাট থেকেই আসে দলীয় সর্বোচ্চ ১১৫ রান।

এছাড়া, লিউইস গোল্ডওর্থি ২১, বাল্ডারসন ১১, হলম্যানের ব্যাট থেকে আসে ৩০ রান।  

বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট তুলে নেন আহসানুল্লাহ গালিব। এছাড়া দুটি করে উইকেট নেন রুহেল আহমেদ, শামিম হোসেন ও তৌহিদ হৃদয়।  

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে সেঞ্চুরিয়ান বেন চার্লসওর্থের হাতে। আর ম্যান অব দ্যা সিরিজ হন বাংলাদেশের শামিম হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমকেএম        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।