ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কোয়ালিফায়ার ম্যাচের আগে আত্মবিশ্বাসী রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
কোয়ালিফায়ার ম্যাচের আগে আত্মবিশ্বাসী রংপুর আত্মবিশ্বাসী রংপুর। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাল থেকে শুরু হচ্ছে কোয়লিফায়ার ও এলিমিনেটর পর্ব। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা দুটি দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল পাবে সরাসরি ফাইনালের টিকিট।

চলতি আসরে কুমিল্লার সঙ্গে আগের দুই দেখায় দু'বারই বড় ব্যবধানের জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর। তাই কোয়ালিফায়ার ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী রংপুর রাইডার্স।

দলের বড় নামের মধ্যে আছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, রবি বোপারা, মাশয়ারফি বিন মর্তুজার মতো ক্রিকেটার। কিন্তু ইনজুরি নিয়ে দল ছাড়েন হেলস, অপরদিকে ফিরে গেছেন ডি ভিলিয়ার্সও। কিন্তু দলের এমন শূন্যতায়ও আত্মবিশ্বাস হারাচ্ছেন না দলের আরেক তারকা বোপারা।

রোববার (৩ ফেব্রুয়ারি) অনুশীলনের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রংপুর দলের অলরাউন্ডার রবি বোপারা। বলেন, 'এই দু'টি জয়ই মানসিকভাবে আমাদের এগিয়ে রাখছে। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন যারা এধরনের বড় ম্যাচ খেলে অভ্যস্ত। '

প্রথম ম্যাচে জয়ে শুরু করলেও মাঝে হঠাৎই ছন্দ হারিয়ে ফেলে পঞ্চম আসরের চ্যাম্পিয়ন রংপুর। তবে শেষের দিকে টানা জয়ে দলটি উঠে আসে পয়েন্ট টেবিলের শীর্ষে। গ্রুপ পর্ব শেষে ১২ ম্যচে ৮ নিয়ে শীর্ষস্থানে পৌঁছে যায় মাশরাফির রংপুর।  

সোমবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।