চতুর্থ দিনে ৪৯৯ রানের প্রয়োজন নিয়ে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। কিন্তু স্টার্কের সামনে পুরো দিনও টিকতে পারেনি।
ক্যানবেরার অভিষেক এই টেস্টে তৃতীয়বারের মতো চতুর্থ ইনিংসে ২০০ রানেরও কমে অলআউটের লজ্জার রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। কোনো ব্যাটসম্যানই পাননি হাফসেঞ্চুরি। দলীয় সর্বোচ্চ ৪২ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। এছাড়া বলার মতো শুধু লাহিরু থিরিমান্নের ৩০, নিরোশান ডিকভেলার ২৭ ও করুনারত্নের ২২ রান।
রিচার্ডসনের দুর্দান্ত ক্যাচ। ছবি: সংগৃহীত
চা পানের বিরতির আগেই অলআউট শ্রীলঙ্কা। যেখানে একাই ৫ উইকেট নেন স্টার্ক। পরিবর্তে দিয়েছেন ৪৬ রান। এছাড়া ১৫ রানে তিন উইকেট নেন প্যাট কামিন্স। আর একটি করে উইকেট নেন রিচার্ডসন ও লাবুসচাংগে।
দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া স্টার্কের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। সিরিজ সেরা হন মোট ১৪ উইকেট নেওয়া প্যাট কামিন্স।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমকেএম