ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চিটাগংকে বিদায় করে টিকে রইলো ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
চিটাগংকে বিদায় করে টিকে রইলো ঢাকা ঢাকা ডায়নামাইস। ছবি: শোয়েব মিথুন

লিগ পর্বের বাধা টপকে এলিমিটের পর্বে খেলতে একরকম যুদ্ধ করতে হয়েছিল অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসকে। লিগ পর্বের দুটি ম্যাচেই চিটাগং ভাইকিংসের কাছে হেরেছিল তারা। এরপর পরপর ৫ ম্যাচ হেরে বিদায়য়ের শঙ্কায় পড়েছিল ঢাকা। তাই স্বাভাকিব ভাবেই মানসিক ভাবে পিছিয়ে ছিল ঢাকা ডায়নামাইটস।

বিপিএল ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার প্রথম বাধা পেরিয়েছে ঢাকা ডায়নামাইস। অন্যদিকে বিদায় নিল মুশফিকের চিটাগং।

ছবি: শোয়েব মিথুন১৩৬ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার উপুল থারাঙ্গা ও সুনীল নারাইন। ৪.১ ওভারে ৪৪ রান যোগ করেন তারা। নারাইন ১৬ বলে ৩১ রানে ইনিংস খেলে খালেদ আহমেদের বলে আউট হন। উদ্বোধনী জুটির মতো দ্বিতীয় উইকেট জুটিতেও আসে ৪৪ রান।

খালেদ আহমেদের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন ১৩ বলে ২০ রান করা রনি তালুকদার। পরের বলেই অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট তুলে নেন খালেদ। তবে কোনো প্রভাব পড়তে দেননি উপুল থারাঙ্গা। একপ্রান্ত আগলে রেখে দলকে রেখেছিলেন জয়ের কক্ষপথেই। ছবি: শোয়েব মিথুন৪৩ বলে ৫১ রান করে দলীয় ১১২ রানে যখন থারাঙ্গা চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন ততক্ষণে দল ছিল শক্ত অবস্থানে। এরপর নুরুল হানার সোহান ও কাইরন পোলার্ড  ২০ বল হাতে রেখে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের। দলীয় ২২ রানে প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার ইয়াসির আলী। ছবি: শোয়েব মিথুনআরেক ওপেনার ক্যামেরুন ডেলপোর্ট ব্যাট চালিয়ে রানের চাকা সচল রাখেন। তবে ইনিংসটাকে বড় করতে পারেননি ডেলপোর্ট। ২৭ বলে ৩৬ রানে ইনিংসে খেলে দলীয় ৫৬ রানে আউট হন তিনি। মিস্টার ডিপেন্ডডেবল মুশফিকুর রহিমও ব্যর্থ। ব্যক্তিগত ৮ রানে বিদায় নিলে বড় সংগ্রহের পথে বড় ধাক্কা খায়  চিটাগং।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বন্দরনগরীর দলটি। সাদমান ইমলাম ১৯ বলে ২৪ আর শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকটে ১’শ ৩৫ রানের স্কোর পায় চিটাগং ভাইকিংস।

ঢাকা ডায়নামাইটসের সুনীল নারাইন ১৫ রানে নেন ৪ উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।