ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
ঢাকায় আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে ফূল দিয়ে স্বাগত জানাচ্ছেন পাপন-ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়াম্যান শশাঙ্ক মনোহর। বুধবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় এসে পৌঁছান তিনি। এটাই প্রথম কোন আইসিসি’র চেয়ারম্যানের বাংলাদেশ সফর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন সাবেক বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) সভাপতি। আগামী ০৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল খেলা দেখবেন শশাঙ্ক মনোহর।

আইসিসি চেয়াম্যানের এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুই মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন শশাঙ্ক। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রথমবার দায়িত্ব পালন করেন তিনি। এরপর জাগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবর থেকে পরের বছর মে মাস পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাল করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।