ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় স্মৃতিসৌধে আইসিসি চেয়ারম্যানের শ্রদ্ধা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
জাতীয় স্মৃতিসৌধে আইসিসি চেয়ারম্যানের শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আইসিসি চেয়ারম্যানের শশাঙ্ক মনোহর, তার স্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও তার সহধর্মিণী। 

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে আবার ঢাকা ফিরে যান

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীরা তাদরে সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।

এ সময় তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।