ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ব্লেজিং এডিটর চ্যাম্পিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ব্লেজিং এডিটর চ্যাম্পিয়ন

রাজশাহী: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চলমান মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ টুর্নামেন্টে ব্লেজিং এডিটর ৭১ রানের বিরাট ব্যবধানে মিডিয়া গ্ল্যাডিয়েটরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়।

টস জিতে ব্লেজিং ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে।

জবাবে মিডিয়া গ্ল্যাডিয়েটর ১২ ওভারে ৬৩ রানে গুটিয়ে যায়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজিব। সেরা ব্যাটসম্যান হন আলিফ ও বেস্ট বোলার শামস রুমি।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে ট্রফি বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক মাসুদুর রহমান রিংকু, মাস্টার শেফ চাইনিজ রেস্তোরাঁর স্বত্বাধিকারী এসএম শিহাব রুম্মান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।