ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে মাঠের বাইরে ইমরুল কায়েস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ইনজুরিতে মাঠের বাইরে ইমরুল কায়েস ইমরুল কায়েস

ইনজুরির কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইমরুল কায়েস। বিপিএলের প্রথম কোয়ালিফয়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান তিনি।

পরে ইমরুল ফাইনাল ব্যথানাশক ওষুধ খেয়ে মাঠে নামেন। যার কারণেই এ সমস্যায় পড়তে হয়েছে ইমরুলকে।

ফলে বাড়তি সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ইনজুরির স্ক্যান ও এমআরআই রিপোর্ট দেখাতে বিসিবিতে আসেন ইমরুল কায়েস। পরে বাংলানিউজকে বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘প্রাথমিক ভাবে তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তবে এর কম সময়ও লাগতে পারে। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় দিয়েছি। ’

এদিকে জাতীয় দলের বাইরে থাকায় তেমন একটা সমস্যায় পড়তে হবে না ইমরুলকে। তবে সময়ের আগে সুস্থ না হলে ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবন না তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।