ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডেতে খেলতে ক্রাইস্টটার্চে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
দ্বিতীয় ওয়ানডেতে খেলতে ক্রাইস্টটার্চে বাংলাদেশ ক্রাইস্টটার্চে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু টাইগারদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় হার। তবে এই হার নিয়ে ভাবছে না। আত্মবিশ্বাস নিয়েই এরই মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা।

নেপিয়ার ও ক্রাইস্টচার্চের আবহাওয়া অনেকটা এক হলেও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা মাঠ। কারণ হাগলি ওভালের এই মাঠে শনিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।

এর আগে কেবল একটি ম্যাচ খেলেছে এই মাঠে। তবে এই মাঠে স্বাগতিকরা তাদের সবশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারে। যা টাইগারদের সাহস যোগাতে পারে।

প্রায় ১১ মাস পর ক্রাইস্টচার্চের এই মাঠে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বরাবরই বোলাররা সুবিধা পেয়ে থাকেন। তবে সেক্ষেত্রে বাংলাদেশ বাড়তি বোলার কাজে লাগাবে কিনা তাই দেখার বিষয়।   

১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে।  
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, ফেব্রুয়ারি, ১৪, ২০১৯
আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।