ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কপিল দেবকে ছাড়িয়ে গেলেন স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
কপিল দেবকে ছাড়িয়ে গেলেন স্টেইন ডেল স্টেইন-ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় কিংবদন্তীর কাতারে নাম লেখালেন প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন। কিংসমিডে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) লঙ্কানদের বিপক্ষে চার উইকেট নিয়ে ভারতীয় কিংবদন্তী অলরাউন্ডার কপিল দেবকে ছাড়িয়ে গেছেন তিনি। সেই সঙ্গে ছুঁয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের কীর্তিও।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৩৫ রানেই গুটিয়ে দিয়ে চমকে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা। কিন্তু জবাব দিতে নেমে তাদের আসল চেহারা বেরিয়ে পড়েছে।

স্টেইন ঝলকে মাত্র ১৯১ রানেই শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। বল হাতে ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন স্টেইন। এই চার উইকেট তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

৯২তম টেস্ট খেলতে নামা স্টেইনের টেস্ট উইকেট এখন ৪৩৭টি। সমান উইকেট ইংলিশ পেসার ব্রডেরও। আর কপিলের ঝুলিতে আছে ৪৩৪টি উইকেট। ব্রডের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের তালিকায় সপ্তম স্থানে আছেন স্টেইন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে লঙ্কান অফ-স্পিন গ্রেট মুত্তিয়া মুরালিধরন। দ্বিতীয় স্থানে থাকা অজি লেগ-স্পিন গ্রেট শেন ওয়ার্নের অর্জন ৭০৮ উইকেট। এরপরের স্থানে আছেন যথাক্রমে- অনিল কুম্বলে (৬১৯), জেমস অ্যান্ডারসন (৫৭৫), গ্ল্যান ম্যাকগ্রা (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ।

টেস্ট বোলার হিসেবে স্টেইনের গড় ২২.৭২। ২৬বার ৫ উইকেট শিকার করার কীর্তিও আছে তার ঝুলিতে।  

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে শ্রীলঙ্কা। একমাত্র কুশল পেরেরার ব্যাট থেকে বলার মতো রান (৫১) এসেছে। স্টেইনের চতুর্থ শিকার হওয়ার আগে তার ব্যাটেই লিড পাওয়ার স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। নবম উইকেট জুটিতে লাসিথ এমবুলদেনিয়া ও রাজিথার ৫৫ মিনিটের রক্ষণাত্মক ব্যাটিংয়ে ৩২ রানের জুটি না হলে আরও বড় বিপর্যয়েই পড়তে হতো হাথুরুসিংহেবাহিনীর।

লঙ্কানদের ব্যাটিং ব্যর্থতায় ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১০৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। লিড ১৫০ রানের।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।