ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাশ্মীর হামলার ঘটনায় ক্ষোভ ঝাড়লেন ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
কাশ্মীর হামলার ঘটনায় ক্ষোভ ঝাড়লেন ভারতীয় ক্রিকেটাররা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলা হচ্ছে এবারের কাশ্মীর হামলাকে-ছবি: সংগৃহীত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় সারা ভারতের মতো ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির ক্রিকেট তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একের পর টুইট করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে মোহাম্মদ কাইফ, গৌতম গম্ভীরের মতো সাবেকরাও। এক টুইটে সন্ত্রাসবাদীদের সাবধান করে সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ লিখেছেন, '#শুধরে যাও, নয়তো শুধরে দেবো'।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজ্যের পুলবামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ৩৫০ কেজি ওজনের একটি বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৪৪জন সিআরপিএফ সদস্য নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৩০ জন।

 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিআরপিএফের সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা আইইডি বিস্ফোরণ ঘটালে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ফেটে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

এই ঘটনায় পুরো ভারত ক্ষোভে ফেটে পড়ছে। বাদ যায়নি দেশটির ক্রিকেটাঙ্গনও। এই ঘটনার পর টুইটারে সবচেয়ে বশি ক্ষোভ দেখিয়েছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি রীতিমত যুদ্ধের ডাক দিয়েছেন। টুইটারে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে গম্ভীর লিখেছেন, ‘কথা হোক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে। আলোচনা হোক পাকিস্তানের সঙ্গে। তবে সেই আলোচনা টেবিলে নয়। বরং হোক যুদ্ধক্ষেত্রেই। অনেক হয়েছে আর নয়। ’

সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ লিখেছেন, 'জম্মু ও কাশ্মীরে আমাদের সিআরপিএফ’র উপর কাপুরুষিত হামলায়, যে হামলায় আমাদের বীর জওয়ানরা শহীদ হয়েছেন, অনেক আঘাত পেয়েছি। এই কষ্ট প্রকাশ করার কোনো ভাষা নেই। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরগ্য কামনা করছি। #শুধরে যাও, নয়তো শুধরে দেবো। '

ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, 'কাশ্মীরে সন্ত্রাসী হামলার খবর কেবলই পড়লাম। কারণ, আমি ভ্রমণ করছি আর নেটওয়ার্কও দুর্বল। এধরনের কাপুরুষিত হামলা এবং আমাদের জওয়ানদের মহামূল্যবান জীবন কেড়ে ঘটনায় আমি মর্মাহত। শহীদদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইলো। '

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, 'পুলবামায় সন্ত্রাসী হামলার ঘটনায় আমি হতভম্ব হয়ে গেছি। শহীদ জওয়ানদের প্রতি আমার আন্তরিক সমবেদনা আর প্রার্থনা করি আহত জওয়ানরা যেন দ্রুত আরোগ্য লাভ করে। '

ভারতীয় সহ-অধিনায়ক রোশিত শর্মা লিখেছেন, 'পুলবামায় যা হয়েছে তাতে আমি বিস্মিত এবং ভীত অনুভব করছি। যেদিনটাকে আমরা সবাই ভালোবাসার দিন হিসেবে উদযাপন করি সেদিনই কিছু কাপুরুষ ঘৃণা ছড়ালো। শহীদ জওয়ান আর তাদের পরিবারের কথা ভাবছি। ভারত, তাদের জন্য প্রার্থনা করুন। '

ভারতীয় পেসার জয়দেব উনাদকাট বলেন, 'গতকাল (১৪ ফেব্রুয়ারি) আমাদের সিআরপিএফ জওয়ানদের সঙ্গে যা হয়েছে তাতে আমি মর্মাহত। বসে থাকা এবং তাদের বারবার সতর্ক করার দিন শেষ। এটার একটা শেষ হওয়া উচিত। '

ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, 'সন্ত্রাসবাদীতা একইসঙ্গে জঘন্য ও বর্বর কিন্তু এটা কাপুরুষিতও। মানুষ মারাই যদি এজেন্ডা হয়, তাহলে কেউ উন্নতি করবে কিভাবে? ভারত শান্তি আর আর্থিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এবং সন্ত্রাসবাদীতা এটাকে থামাতে পারবে না। '

এছাড়া টুইটারে এই ঘটনার নিন্দা, ক্ষোভ আর শহীদদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান, সুরেশ রায়না, কুলদিপ যাদব, ময়াঙ্ক আগারওয়াল, সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ, ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ, হরভজন সিং, নারী ক্রিকেটার মিতালি রাজ, ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।