ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাতক্ষীরায় ডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
সাতক্ষীরায় ডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ...

সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আফজাল হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনিছ প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে আশাশুনি উপজেলা দল ও কলারোয়া উপজেলা দল।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।