ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের বাকি ১০০ দিন 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
বিশ্বকাপের বাকি ১০০ দিন  বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। আর মাত্র ১০০ দিন পরই ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে এবারের আসর।

চলতি বছরের ৩০ মে থেকে শুরু হয়ে জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত চলবে বিশ্বকাপের এই আসরটি। দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপ ফিরছে ইংল্যান্ডের মাটিতে।

এবারের আসরের মূল পর্বে যোগ দেবে ১০টি দল। আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ড ছাড়া এবারের আসরে অংশ নেবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

এদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে আসতে হয়েছে বাছাই পর্ব পার হয়ে। এবারের আসরে গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকেই পাওয়া যাবে পয়েন্টে এগিয়ে থাকা চারটি দল, যারা সরাসরি সেমিফাইনালে খেলবে। সেখান থেকে দুটি দল নিয়ে লর্ডসে হবে আসরের ফাইনাল। ১১টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ হবে এবারের আসরে।

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫ বার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের শিরোপা ঘরে তুলেছে দেশটি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।