ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জন্য সুখবর, খেলতে পারেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
টাইগারদের জন্য সুখবর, খেলতে পারেন মুশফিক মুশফিকুর রহিম/ফাইল ছবি

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মোহাম্মদ মিঠুন। এরপর চোট পান মুশফিকুর রহিমও। তবে ম্যাচ মাঠে গড়ানোর একদিন আগে সুখবর পেলো টাইগাররা। মুশফিকের চোট গুরুতর নয়। তৃতীয় ওয়ানডেতে তাই মিঠুন না খেলতে পারলেও মুশফিককে পাওয়ার সম্ভাবনা আছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) জানা গিয়েছিল মিঠুনের পর চোটে পড়েছেন মুশফিকও। তবে সিরিয়াল না পাওয়ায় তাদের দুজনের স্ক্যান করা বাকি ছিল।

ফলে দুজনের ইনজুরি ঠিক কতটা গুরুতর তা জানতে একদিন অপেক্ষায় থাকতে হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পাওয়া গেল তাদের এমআরআই রিপোর্ট। আর তাতে মুশফিককে নিয়ে শঙ্কা ছিল তা কেটে গেছে। তৃতীয় ম্যাচের দলেই দেখা যেতে পারে তাকে। তবে মিঠুনকে পেতে টেস্ট সিরিজ শুরু হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মিঠুন। চলতি সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন পর্যন্ত তিনিই। টানা দুই ম্যাচেই দলের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। দুই ম্যাচেই করেছেন ফিফটি। ফলে তাকে হারানো বাংলাদেশের জন্য বড় ক্ষতি। আপাতত তাকে টেস্ট সিরিজের দলে পাওয়া ছাড়া উপায় নেই। পুরো ফিট হতে কমপক্ষে ১০-১২ দিন লাগবে বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

অন্যদিকে মুশফিক চোট পেয়েছিলেন পাঁজরে। শুরুতে এটা নিয়ে তেমন গুরুত্ব না দিলেও অনুশীলনে নামার পর ব্যথা বাড়তে থাকে। তছাড়া এই চোট বেশ পুরনো। পরে স্ক্যান করে দেখা যায় চোট গুরুতর নয়। ফলে পরের ম্যাচেই খেলতে পারবেন তিনি। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে পাইলট জানালেন, বুধবার সকালে অনুশীলনের সময় তার ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

মিঠুন, মুশফিকের চোটের কারণেই ওয়ানডে দলে যুক্ত হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। বুধবার (২০ ফেব্রুয়ারি) শেষ ডানেডিনে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরইমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।