ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এর আগে প্রথম দুটি ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) ডানেডিনে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়।

মোহাম্মদ মিঠুনের ইনজুরিতে এ ম্যাচে বাংলাদেশের হয়ে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন।

অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। কেন উইলিয়ামসন, হেনরি ও আস্টলের বদলে দলে এসেছেন স্যান্টনার, মুনরো ও সাউদি।       

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কলিন মুনরো, রস টেইলর, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।