ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘এখান থেকেই আমাদের কোনো পথ খুঁজে বের করতে হবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
‘এখান থেকেই আমাদের কোনো পথ খুঁজে বের করতে হবে’ মাশরাফি ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে নিজেদের হারের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। টানা পাঁচ সফরেই হার টাইগারদের। তবে এত সব খারাপের মাঝেও এবারের সিরিজে সাব্বির রহমানের সেঞ্চুরিকেই এগিয়ে রাখলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পাশাপাশি টপ অর্ডার ব্যাটসম্যান ও বোলারদের ব্যর্থতার কথাও স্বীকার করলেন হতাশা নিয়ে। 

আগের দুই ম্যাচে ৮ উইকেটে হার। তৃতীয় ও শেষ ম্যাচে ৮৮ রানে হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ।

পুরো ওয়ানডে সিরিজেই রান পায়নি বাংলাদেশ টপ অর্ডার। স্বভাবতই হতাশ অধিনায়ক মাশরাফি। ম্যাচশেষে সাংবাদিকদের সামনে পরাজয়ের কারণ হিসেবে বোলারদের ব্যর্থতা ও রান তাড়া করতে নেমে শুরুতে দ্রুত উইকেট হারিয়ে ফেলাকে দায়ী করেন তিনি। তবে সাব্বির রহমানে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে (১০২) বাহবা দিতেও ভুললেন না।

‘যখন প্রথম দুই ম্যাচে হয়নি, তখনও শুধু আমি না, পুরো দলই ইতিবাচক ছিলো। কিন্তু আমরা মনে হয় ভিন্ন কিছু করতে গেছি। এই উইকেটে বল একটু বাউন্স, একটু সুইং থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে বেসিক জিনিসটা থাকা গুরুত্বপূর্ণ ছিলো, যা আমাদের ছিলো না। আগের দুটো ম্যাচে যা হয়েছে আজকের ম্যাচেও তাই হয়েছে। এমনটা কখনো হয়নি। একই রকম যাচ্ছে। এশিয়া কাপে বা ওয়েস্ট ইন্ডিজের সিরিজেও এমন হয়নি। ’

‘ওয়েস্ট ইন্ডিজেও তামিম রান পেয়েছে। এশিয়া কাপে আমরা সেটা পাইনি। এখানেও তেমন। আসলে এসব ভেবে তো লাভ নেই, ইতিবাচকই ভাবতে হবে এখান থেকেও। পরের টুর্নামেন্টের জন্য ২ মাস বাকি। এখান থেকেই আমাদের কোনো পথ খুঁজে বের করতে হবে। আয়ারল্যান্ডেও কাছাকাছি উইকেট হবে। সেখানে আরও ঘাস থাকবে। তাই আমাদের অবশ্যি সেখানে টিকে থাকার পথ বের করতে হবে। ’

‘বোলিংয়ে ৩৫তম ওভার পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু এরপর প্রয়োজনের মুহূর্তে আমরা উইকেট নিতে পারিনি। শেষদিকে ওরাও ভালো ব্যাট করেছে। বিশেষ করে নিশামের ব্যাটিংয়ের কারণে পিছিয়ে গেছি আমরা। আমরা খুবই হতাশ। এমন পারফরম্যান্সে ছেলেরা সবাই হতাশ। তবে সাব্বির দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে। আজকের ম্যাচে এটা আমাদের জন্য ইতিবাচক একটা প্রাপ্তি। ’

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।