ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশি দল ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশি দল ভারতে ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): প্রতিবেশী দেশ ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে তারা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ভারতের কলকাতার গাঙ্গুলী ষ্টেডিয়ামে ২৮ ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দলের অধিনায়ক সাইফুল মুরাদ বাংলানিউজকে জানান, ভারতের কলকাতার বেহেলা ক্রিকেট টিমের আমন্ত্রণে তারা ভারতে যাচ্ছেন। কলকাতায় প্রতিবছর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলেরা ভালো কিছু শিখতে পারবে। পাশাপাশি ভালো খেলা উপহার দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।  

বাংলাদেশ সময়: ০০১৬ ঘন্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৮
এজেডএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।