ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বোলারদের জন্য ওয়ালশের বিশেষ ‘টোটকা’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
বোলারদের জন্য ওয়ালশের বিশেষ ‘টোটকা’ ওয়ালশের বিশেষ পরামর্শ। ফাইল ছবি: বাংলানিউজ

নিউজিল্যান্ডের মাটি-বাতাস সবই ফাস্ট বোলারদের পক্ষে কথা বলে। বাংলাদেশ স্কোয়াডে ৪ জন ফাস্ট বোলার থাকলেও সাদা পোশাকে তাদের অভিজ্ঞতা খুবই কম। তাই বোলারদের সফল হওয়ার জন্য বিশেষ টোটকা দিয়েছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

স্কোয়াডে থাকা চার পেসারের মধ্যে এখনও অভিষেক হয়নি এবাদত হোসেন চৌধুরীর। বাকি তিন পেসার মোস্তাফিজুর রহমান (১২), সৈয়দ খালেদ আহমেদ (১) এবং আবু জায়েদ রাহি (৩) মিলে খেলেছেন মাত্র ১৬টি টেস্ট ম্যাচ।

তাই নিউজিল্যান্ডের বাতাস ব্যাটসম্যানদের মতো বোলারদেরও ভোগাবে তা আন্দাজ করাই যায়।  

তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে বোলাররা কিভাবে সফল হতে পারেন তা নিয়ে কথা বললেন ক্যারিবিয়ান বোলিং কোচ ওয়ালশ।  

রোববার (২৪ ফেব্রুয়ারি) টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচ ড্র ঘোষনার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়ালশ। সে সময় তিনি বোলাদের উদ্দেশে বলেন, ‘আমার বার্তা একটাই, ধারাবাহিকতা। ধারাবাহিকভাবে ভালো জায়গায় যতো বেশি সম্ভব বোলিং করা যায়। আমরা এটি নিয়ে অনুশীলনে অনেক কাজ করেছি। তবে হতাশার ব্যাপার হলো বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচে দেখা হলো না বোলাররা কতোটা কাজে লাগাতে পারছে। ’

‘এখানের কন্ডিশন একদমই স্পিন সহায়ক নয়। তাই এটাই মূলত সুযোগ পেসারদের জন্য কিছু করে দেখানোর এবং নিজেদের প্রতিষ্ঠা করার। যা পরে বাংলাদেশের জন্যও ভালো ফল বয়ে আনবে। ’

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়। ব্যাটসম্যানরা সুযোগ পেলেও বোলাররা পায়নি তৈরি হওয়ার সুযোগ। ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণেই ড্র ঘোষণা করা হয় ম্যাচটি।  

তা নিয়েও কিছুটা হতাশা প্রকাশ করেন বোলিং কোচ। বলেন, ‘আমরা জানতাম যে বৃষ্টি হবে। তাই আমাদের চেষ্টা ছিলো অনুশীলনেই সব গুছিয়ে নেয়ার। তবু ম্যাচে দুইটি ভালো স্পেল অনুশীলনের চেয়েও বেশি কার্যকর। আমরা হতাশ যে সুযোগটা পেলাম না। এখন আমাদের অপেক্ষা করতে হবে টেস্ট ম্যাচের জন্য। তবে তার আগে স্কিল নিয়ে কাজ করে যাবো। ’

বাংলাদেশ সময়: ১৭১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।