ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আবাহনীর জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
আবাহনীর জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল সাব্বির সাব্বির রহমান- ছবি: শোয়েব মিথুন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে জয় দিয়ে শুভসূচনা করেছে ঢাকা আবাহনী লিমিটেড। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২৫ রানে হারিয়েছে অন্যতম ফেবারিটরা। ম্যাচে ব্যাট হাতে অসাধারণ এক ফিফটি তুলে নিয়েছেন সাব্বির রহমান। আবার বল হাতেও সাব্বির সফল। ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট তুলে নিয়েছেন স্লো মিডিয়াম পেসে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুটা মনের মতো হয়নি আবাহনীর। দলীয় ৭ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরত যান দুই ওপেনার মুনিম ও নাজমুল।

তৃতীয় উইকেটে অধিনায়ক মোসাদ্দেককে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন সাব্বির রহমান।  

ছবি: শোয়েব মিথুনমোসাদ্দেক ২৩ রান করে আউট হন। চতুর্থ উইকেটে জাহিদকে সাথে নিয়ে আরও ৫৮ রান যোগ করেন সাব্বির। দলীয় ১১৭ রানে সাব্বির ৪৩ বলে ৫৮ রান করে আউট হন। ৫ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি শাখাওয়াত হোসেনের বলে শেষ হয়।  এরপর অবশ্য আর কেউ ঝড়ো ইনিংস খেলতে পারেননি। জাহিদ ৩৩ বলে ৪৪ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। ৭ উইকেটে ১৫০ রানের সংগ্রহ পায় আবাহনী।

ছবি: শোয়েব মিথুন
১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফজলে মাহমুদের উইকটে হারায় ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন ইয়াসির আলী ও মিজানুর রহমান। ৩০ রান করে আউট হন মিজানুর। দলীয় ৯৩ রানে ইয়াসির আলী ৪১ রান করে আউট হন। এরপর অবশ্য আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পথ হারিয়ে ফেলে ব্রাদার্স।  

ছবি: শোয়েব মিথুনঅধিনায়ক শরিফুল্লাহ ২৬ বলে ৩১ রানে ইনিংস খেলে অপরাজিত থাকলেও তাকে কোনো ব্যাটসম্যানই সঙ্গ দিতে পারেননি। ৭ উইকেটে ১২৫ রানে থেমে যায় ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। ফলে ২৫ রানের এক সহজ জয় পায় ঢাকা আবাহনী।  

বল হাতে নাজমুল ইসলাম ৩টি, সাব্বির ২টি আর ১টি উইকেট তুলে নিয়েছেন তাপস ঘোষ।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাব্বির রহমান।
 
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।