ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মা-হারা হলেন মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
মা-হারা হলেন মোহাম্মদ আমির মোহাম্মদ আমির

পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের মা ইন্তেকাল করেছেন। সোমবার রাতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন বলে জানান আমির।

টুইটারে মায়ের মৃত্যু নিশ্চিত করে আমির লিখেন, ‘আমার আম্মি আর বেঁচে নেই। ’

এর আগে করাচিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন আমির।

আর চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।

পিএসএলে করাচি কিংসের হয়ে খেলেন আমির। গত রাতে অবশ্য তিনি দলের হয়ে খেলতে পারেননি। তবে কিংস পাঁচ উইকেটে জয় পেয়েছে।

আমিরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।