ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরেই পুরানো বিধ্বংসী রূপে ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
মাঠে ফিরেই পুরানো বিধ্বংসী রূপে ওয়ার্নার ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছিলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সিলেট সিক্সার্সের অধিনায়কের দায়িত্ব পালন করলেও খেলতে পারেননি পুরো আসর। কনুইয়ের ইনজুরি নিয়ে আসরের মধ্যখানেই ফেরেন দেশে।

প্রায় দেড় মাস মাঠের বাইরে থেকে আবারও ফিরেছেন ওয়ার্নার। আর ফিরেই দেখালেন চিরচেনা সেই বিধ্বংসী রূপ।

   

নর্থ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে র‍্যান্ডউইক পিটারশামের হয়ে খেলতে নেমে মাত্র ৭৭ বলে ১১০ রান করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ওয়ার্নার। এই ইনিংসে ৪ চার এবং ৭টি ছক্কার মার মারেন।  

কেপটাউন বল টেম্পারিং অপরাধের শাস্তি হিসেবে ১ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে চলতি মার্চের ২৬ তারিখে। ধারণা করা হচ্ছিল চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হতে যাওয়ার পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরতে পারেন ওয়ার্নার ও তারই সঙ্গে নিষেধাজ্ঞা থেকে ফেরা স্টিভেন স্মিথ। তবে স্কোয়াডে রাখা হয়নি তাদের।

তবে সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেওবেন এই দুই অজি তারকা ক্রিকেটার।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।