ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

তরুণ ক্রিকেটারদের প্রতি সাকিবের দিকনির্দেশনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
তরুণ ক্রিকেটারদের প্রতি সাকিবের দিকনির্দেশনা ট্রফি উন্মোচন। ছবি: শোয়েব মিথুন

দ্বিতীয়বারের মত প্রতিভাবান তরুণ ক্রিকেটারের খোঁজে আয়োজিত হতে যাচ্ছে একাডেমি কাপ। শনিবার (১৬ মার্চ) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

অনুষ্ঠান শেষে তরুণদের উদ্দেশে দিকনির্দেশনা মূলক অনেক কথা বলেন সাকিব। তারা যেনো আনন্দের সঙ্গে ক্রিকেট খেলে, কোনো চাপ না নেয় এমনটা জানিয়ে সাকিব বলেন, ‘তরুণদের ক্রিকেট খেলার আনন্দ নিয়েই খেলতে বলবো।

এখনই বড় লক্ষ্য ঠিক করা মনে হয় না ভালো হবে। খেলাটা উপভোগ করা, খেলা থেকে ভালো ফিডব্যাকই ওদের জন্য হবে সবচেয়ে বড় প্রাপ্তি। অবশ্যই মনোযোগ দিয়ে খেলতে হবে, তবে মনে রাখতে হবে একাডেমি কাপ সব কিছু নয়। এটা মাত্র শুরু। ওরা যেন এই টুর্নামেন্টে মজা করে খেলতে পারে। ’

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের মতে একাডেমি কাপ বাংলাদেশ ক্রিকেটের এবং তরুণ ক্রিকেটার তৈরির জন্য বড় সুযোগ। সাকিব বলেন, ‘এটা খুবই বড় প্ল্যাটফর্ম। ঢাকা শহরে অনেক ক্রিকেট একাডেমি আছে। এসব একাডেমির খেলোয়াড়দের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। এখানে খেলে অনেকে নজর কাড়তে পারবেন। ’

ট্রফি উন্মোচন।  ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দিতে ভুললেন না সাকিব। বলেন, ‘বিসিবি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। এমন একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করি, এখান থেকে অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে। ’

আগামী সোমবার (১৮ মার্চ) থেকে মাঠে গড়াবে একাডেমি কাপ। যেখানে ক্রিকেটারদের বয়সসীমা নির্ধারন করা হয়েছে ১৫ থেকে ১৮ বছর। ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্ব খেলবে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ যাবে কোয়ার্টার ফাইনালে।  

 ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, জগন্নাথ হল মাঠ, সিটি ক্লাব মাঠ এবং ফতুল্লা আউটার স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।