ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মানিকগঞ্জে প্রীতি ক্রিকেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মানিকগঞ্জে প্রীতি ক্রিকেট

মানিকগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা প্রশাসনের সঙ্গে মানিকগঞ্জ প্রেসক্লাবের এ খেলা অনুষ্ঠিত হয়।
 
খেলার শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মানিকগঞ্জ জেলা প্রশাসন দলের প্রধান এস এম ফেরদৌস।

আনন্দঘন পরিবেশে খেলায় অংশ নেয় জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অন্যদিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেয়।

জেলা প্রশাসন দল ৭৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখেই ৭ উইকেটে জয় লাভ করে। এতে জেলা প্রশাসক এস এম ফেরদৌস ম্যাচ সেরা নির্বাচিত হন। পরে বিজয়ী ও পরাজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।