ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

১৩ বছর পর রফিকের কীর্তিতে ভাগ বসালেন নবী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
১৩ বছর পর রফিকের কীর্তিতে ভাগ বসালেন নবী মোহাম্মদ রফিকের কীর্তিতে ভাগ বসিয়েছেন নবী-ছবি: সংগৃহীত

ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা আফগানদের জন্য এ এক বিশাল ইতিহাস। আর সেই দলের সদস্য আফগান স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবী। তবে তিনি নিজেও এককভাবে একটি কীর্তি গড়েছেন। তবে তাতে তিনি ছাড়াও আছে আরও একজনের নাম। সেই আরেকজন হলেন বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক।

ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি তথা তিন ফরম্যাটেই নিজ দেশের প্রথম জয় পাওয়া দলের একাদশে থাকার অনন্য কীর্তি গড়েছিলেন মোহাম্মদ রফিক।  ১৯৯৭ সালে কেনিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে ম্যাচ জেতার স্বাদ পায় বাংলাদেশ।

ওই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। শুধু ছিলেন বললে ভুল হবে, ওই ম্যাচে বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছিলেন।

৮ বছর পর ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের দেখা পায় বাংলাদেশ। ২২৬ রানের বিশাল জয় পাওয়ার ওই ম্যাচে ব্যাট হাতে দুই ইনিংসে ৬৯ ও অপরাজিত ১৪ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আসে প্রথম টি-টোয়েন্টি জয়। ওই ম্যাচের দলেও ছিলেন রফিক।  ৫ উইকেটে জেতা ম্যাচে তিনি ব্যাট হাতে ১৩ আর বল হাতে ২২ রানে নেন ১ উইকেট।

১৩ বছর এসে একই কীর্তিতে নাম লেখালেন সাবেক আফগান অধিনায়ক নবী। সোমবার (১৮ মার্চ) দলের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে দুই ইনিংসে বল ঘুরিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। যদিও ব্যাট হাতে ছিলেন একেবারেই ব্যর্থ।  

এর আগে ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানদের প্রথম ওয়ানডে ম্যাচ জেতা দলটির অংশ ছিলেন নবী। স্কটিশদের ৮৯ রানে হারিয়ে দেওয়া ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

২০১০ সালে নিজেদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই জয়ের দেখা পেয়ে যায় আফগানরা। কানাডাকে ৫ উইকেটে হারিয়ে দেওয়া ওই ম্যাচে ব্যাট হাতে ১২ বলে ২৩ রান করার পর বল হাতে ১ উইকেট নিয়েছিলেন নবী।  

ভাগ্যিস নবী এই কীর্তিতে নাম লেখিয়েছেন। নয়তো মোহাম্মদ রফিকের ওই অবিশ্বাস্য কীর্তির কথা তো ক্রিকেটভক্তরা ভুলতেই বসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।