ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপিকে হারিয়ে খেলাঘরের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
বিকেএসপিকে হারিয়ে খেলাঘরের প্রথম জয় ...

বিকেএসপিকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) প্রথম জয়ের দেখা পেল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ফতুল্লায় ২৭ রানের জয় পায় অমিত মজুমদার ও তার দল।

বুধবার (২০ মার্চ) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা খেলাঘর নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২১২ রান তোলে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের বেশি করতে পারেনি বিকেএসপি।

২১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বিকেএসপি। ব্যতিক্রম ছিলেন শামীম হোসেন। তিনি শেষ পর্যন্ত ৮৮ বলে দলীয় সর্বোচ্চ ৫৬ রান করে বিদায় নেন।

খেলাঘরের বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন রবিউল হক, রবিউল ইসলাম রবি, ইরফান হোসাইন ও মাসুম খান।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে খেলাঘরের হয়ে ওপেনার রবি ১১৭ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন। এছাড়া ৪৯ রান আসে মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে।

বিকেএসপির হাসান মুরাদ তিনটি ও শামীম দুটি উইকেট পান।

এদিকে এ জয়ে ১২ দলের মধ্যে অষ্টমস্থানে উঠে এলো খেলাঘর।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।