ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ের হিড়িকে এবার মেহেদি মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
বিয়ের হিড়িকে এবার মেহেদি মিরাজ মেহেদি মিরাজ। ফাইল ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ ক্রিকেটে লেগেছে বিয়ের হিড়িক। গেলো সপ্তাহে বিয়ে করেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান। ২২ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবার জানা গেলো বৃহস্পতিবার (২১ মার্চ) বিয়ে করছেন স্পিনার মেহেদি হাসান মিরাজও।

আগেই আলোচনায় ছিলো, নিউজিল্যান্ড থেকে ফিরেই বিয়ের কাজটা সেরে ফেলবেন মেহেদি মিরাজ। তবে নিউজিল্যান্ডের ভয়াবহ অভিজ্ঞতার পর দেশে ফিরে এই বিষয়ে আর কাউকে জানানোর মতো পরিবেশ ছিলো না বললেই চলে।

 

দেশে ফিরেই মিরাজ চলে যান নিজের বাড়ি খুলনায়। খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল)। এবার সেখানেই সেরে ফেলছেন আকদের অনুষ্ঠান। পাত্রীর নাম রাবেয়া আখতার প্রীতি। প্রায় অর্ধযুগের জানা শোনাই রুপ নিচ্ছে বিয়েতে।

পারিবারিক সূত্রে জানা যায়, একেবারেই ঘরোয়া পরিবেশে হবে এই আকদ। বিশ্বকাপের পর দিনক্ষণ দেখে বিয়ে পরবর্তী অনুষ্ঠান করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।