ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজেদের দিনে ভালো শিকার করতে পারে বাংলাদেশ: শেবাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
নিজেদের দিনে ভালো শিকার করতে পারে বাংলাদেশ: শেবাগ বাংলাদেশকে মূল্যায়ন করতে গিয়ে প্রথমেই ‘বাঘ’ বলে সম্বোধন করেন শেবাগ। ছবি: সংগৃহীত

ঘনিয়ে আসছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময়। আর যতই কাছে আসছে, ততই এর উত্তাপ বাড়ছে। আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে ৫০ ওভারের এই বিশ্বমঞ্চের।

এদিকে আসছে বিশ্বকাপ নিয়ে আইসিসি নিজেদের ফেসবুক পেজে সাবেক ভারতীয় তারকা বীরেন্দ্র শেবাগকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে। যেখানে তার কাছে আসরে সুযোগ পাওয়া প্রতিটি দল সম্পর্কে জানতে চাওয়া হয়।

সেখানে তিনি বাংলাদেশকে মূল্যায়ন করতে গিয়ে প্রথমেই ‘বাঘ’ বলে সম্বোধন করেন। যা বাংলাদেশ জাতীয় দলের ‘ডাকনাম’। তিনি আরও যোগ করেন, নিজেদের দিনে ভালো শিকার করতে পারে তারা।

নিচে এবারের আসরে দশ দল সম্পর্কে শেবাগের মন্তব্য দেওয়া হলো:

অস্ট্রেলিয়া: ভয়ংকর।
বাংলাদেশ: তারা বাঘ, নিজেদের দিনে তারা ভালো শিকার করতে পারে।
পাকিস্তান: অনিশ্চিত।
ইংল্যান্ড: বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ রয়েছে।
নিউজিল্যান্ড: আন্ডারডগ।
শ্রীলঙ্কা: ভালোবাসার মতো দল।
দক্ষিণ আফ্রিকা: আশাকরি তারা ভালো করবে।
আফগানিস্তান: তাদের দিনে তারা যে কাউকে হারাতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ: খুবই ভয়ংকর দল।
ভারত: ভালো খেললে, যে কোনো দলকে হারাতে পারবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।