ধোনি নট আউট। ছবি: সংগৃহীত
ক্রিকেটের স্বাভাবিক নিয়ম বলে, স্টাম্পে বল লাগলে আউট হবে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই স্টাম্প বা স্টাম্পের উপরে থাকা বেল পড়তে হবে। আর এই কারণেই স্টাম্পে বল লাগার পরও অদ্ভুতভাবে বেঁচে গেলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববারের (৩১ মার্চ) চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে ঘটে এই অদ্ভুত ঘটনা।
ম্যাচের ষষ্ঠ ওভারে স্ট্রাইকে ধোনি।
বল করলেন জেওফরে আর্চার। ক্যারিবীয় এই পেসারের করা ওভারের চতুর্থ বলটি স্ট্রোক খেলেন ধোনি। বল চেন্নাই অধিনায়কের ব্যাটে লেগে প্রথমে তার জুতায় লেগে সোজা স্টাম্পের দিকে চলে যায়। স্টাম্পেও লাগে।
কিন্তু তা এতই হালকাভাবে যে বেল পড়েনি। তাই ধোনিকে এক প্রকার ভাগ্যবানই বলা যায়, বল স্টাম্পে লাগার পরেও আউট হননি এই তারকা ফিনিশার। এই জীবন পেয়ে শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে থামেন তিনি।
আর ধোনির ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রানে তোলে চেন্নাই। ম্যাচও যেতে ৮ রানের।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।