ম্যাচে টসে হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় আবাহনী। শুরু থেকেই কয়েক ধাপে ছোট ছোট পার্টনারশিপ গড়ে দলটি।
খেলাঘরের হয়ে রবিউল ইসলাম একাই নেন ৫ উইকেট। এছাড়া ইরফান হোসাইন ৩টি, মাসুম খান ও রবিউল ইসলাম রবি একটি করে উইকেট তুলে নেন।
২৬৩ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খেলাঘর। তবে শাহরিয়ার কমল ও মাহিদুল ইসলাম কাকনের ৫৩ রানের জুটি কিছুটা চেষ্টা করলেও দলকে লড়াইয়ের পথে রাখতে পারেননি। মাত্র ৩২ ওভার ৫ বল খেলেই ১৩২ রানে গুটিয়ে যায় খেলাঘর।
খেলাঘরের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন মোসাদ্দেক ইফতেখার অপরাজিত ৩৬। কমল করেন ৩২ রান।
আবাহনীর হয়ে ৪ উইকেট নেন সানজামুল ইসলাম। এছাড়া মিরাজ ও নাজমুল ইসলাম ২টি করে এবং আরিফুল হাসান ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।
আট ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ডিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আর খেলাঘরের অবস্থান টেবিলের তলানিতে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমকেএম