ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ প্রোটিয়া নারী ক্রিকেটার নিহত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
সড়ক দুর্ঘটনায় সন্তানসহ প্রোটিয়া নারী ক্রিকেটার নিহত এলরিসা থিউনিসেন। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক এক নারী ক্রিকেটার। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের নাম এলরিসা থিউনিসেন। তার সঙ্গে এই দুর্ঘটনায় পতিত হন তার প্রথম সন্তান।

শুক্রবার (৫ এপ্রিল) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত থিউনিসেন ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলেন। ছিলেন প্রোটিয়া নারী দলের বিশ্বকাপ একাদশেও।

বাংলাদেশ নারী দলের বিপক্ষে দেশের হয়ে ইমার্জিং একাদশের হয়ে খেলেন থিউনিসেন। পান তিন উইকেট। প্রোটিয়াদের হয়ে সেটিই ছিল থিউনিসেনের শেষ ম্যাচ।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, নর্থ ওয়েস্টের স্টিলফন্টেইনে এক মোটর গাড়ি দুর্ঘটনায় নিহত থিউনিসেন। ঐ দুর্ঘটনায় তার প্রথম সন্তানেরও মৃত্যু হয়।

থিউনিসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে সিএসএ’র প্রধান নির্বাহী থাবাং মোরে এক শোক বার্তায় বলেন, ‘আমাদের সবার জন্য এটি শোকের একটি সংবাদ। সে ক্রিকেট কমিউনিটির জন্য অনেককিছু করেছে। জাতীয় দল ও তৃণমূল ক্রিকেটেও তিনি অনেক অবদান রেখেছেন। সিএসএ পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি তার স্বামী, রুডি, তার পরিবার, বন্ধু ও তার ক্রিকেট পরিবারের সবাইকে। ’

আইসিসির পক্ষ থেকেও প্রোটিয়া অলরাউন্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।