ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
উন্মোচিত হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি বিশ্বকাপ জার্সিতে ম্যাক্সওয়েল। ছবি: সংগৃহীত

উন্মোচিত করা হলো আসছে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের জার্সি। জাপানি ক্রীড়া সামগ্রী নকশা ও প্রস্তুতিকারী প্রতিষ্ঠান এএসআইসিএস অজিদের নতুন এই জার্সি তৈরি করে। যেখানে আগামী বিশ্বকাপে ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে অ্যারন ফিঞ্চের দল।

বরাবরের মতোই অজিদের জার্সিতে হলুদের প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে কলার, কাঁধ ও দুই পাশে সবুজের ছোঁয়া রয়েছে।

এছাড়া ট্রাউজারের দুই পাশেও সবুজ স্ট্রাইপ রয়েছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান জার্সির মডেল হিসেবে তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে রেখেছে।

আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর্দা উঠবে। যেখানে ১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে অজিরা।

বিশ্বকাপের আগে অবশ্য ক্যাঙ্গারুদের দারুণ প্রস্তুতি হয়েছে। ভারতের মাটিতে তাদেরই ওয়ানডেতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে দলটি। পরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে পাঁচ ম্যাচে হোয়াইটওয়াশ করেছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।